বিচারিক আদালতে বিচারের দীর্ঘ সূত্রিতা ও মামলার খরচ কমানোর পাশাপাশি উচ্চ আদালতের বিচারক নিয়োগের নীতিমালার তৈরিকে প্রাধান্য দিচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশন মনে করে, নির্বাহী বিভাগসহ সরকারের সব বিভাগের সহযোগিতা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা সম্ভব নয়।
মঙ্গলবার কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান কমিশন প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান।
৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে দেশের দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর পরই বিভিন্ন খাতের সংস্কার করার ওপর নীতিগত সিদ্ধান্ত নেন। এরপরই গঠিত সংস্কার কমিশন।
বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান করা হয় আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে। পরে পুর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়। কমিশন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। তিন ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা।