যাত্রাবাড়ীতে অপহৃত ঠিকাদার উদ্ধার, ৭ অপহরণকারী গ্রেফতার

অপহরণের শিকার জাকারিয়াকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা অপরাধ শাখা-ডিবি।  

শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সাতজনকে গ্রেফতার করা হয়।

ওই দিন সন্ধ্যায় মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম।

তিনি বলেন, জাকারিয়া পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদার (সাব-কন্ট্রাক্টর)। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইল মুসলিমনগর এলাকায় বসবাস করেন। গত শুক্রবার বিকালে যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে অপহৃত হন।

গ্রেফতারকৃতরা অপহরণকারী চক্রের সদস্য বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা-ওয়ারী বিভাগ সূত্র বলছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।  

গ্রেফতারকৃতরা হলেন- আলী আজগর, কাজী আমিনুল ইসলাম আমিন, মারুফ গাজী, আল-আমিন, কামাল হোসেন ও ইসমাইল হোসেন ওরফে মিস্টার ও সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *